Sylhet Today 24 PRINT

সিলেটে ১১ টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগে পাস

নিজস্ব প্রতিবেদক |  ০৮ ফেব্রুয়ারী, ২০২৩

সিলেট শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফলে ১১টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। তবে কোনো প্রতিষ্ঠানের একজন পরীক্ষার্থীও পাস করতে পারেনি, এমন প্রতিষ্ঠানের সংখ্যা শূন্য।

অর্থাৎ, শূন্যভাগ পাস এমন প্রতিষ্ঠানের সংখ্যা সিলেট বোর্ডে শূন্য।

বুধবার প্রকাশিত বোর্ডের ফলাফল পরিসংখ্যান থেকে জানা গেছে এই তথ্য।

২০১৯, ২০২০ ও ২০২১ সালেও বোর্ডে শূন্যভাগ পাস এমন কোনো প্রতিষ্ঠান ছিল না। এরও আগে, ২০১৮ সালে দুটি প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেননি।

এদিকে, গেলবারের চেয়ে এবার শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। ২০২১-এ শতভাগ পাস প্রতিষ্ঠান ছিল ৫৩টি, এবার মাত্র ১১টি।

এবারের ফলাফল অনুসারে, সিলেট বোর্ডে পাসের হার ৮১.৪০ এবং এ বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ৪ হাজার ৮৭১ শিক্ষার্থী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.