Sylhet Today 24 PRINT

জুড়ীতে মুক্তিযোদ্ধা বদরুল হোসেন স্মৃতি ক্রিকেট লিগের ফাইনাল সম্পন্ন

জুড়ী প্রতিনিধি  |  ০৫ মার্চ, ২০২৩

মৌলভীবাজারের জুড়ীতে কোয়াব আয়োজিত বীর মুক্তিযোদ্বা বদরুল হোসেন স্মৃতি প্রাইজমানি ক্রিকেট লিগের  ফাইনাল সম্পন্ন হয়েছে।

শনিবার  তৈয়বুননেছা খানম সরকারি কলেজ মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায় সোনার বাংলা স্পোর্টিং ক্লাব বাছিরপুরকে হারিয়ে শেখ রাসেল স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন হয়েছে।

খেলা শেষে  পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

কোয়াব জুড়ীর সভাপতি আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও  জাকির আহমদ তানিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মাসুক মিয়া, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশাররফ হোসেন, পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান আনফর আলী, পূর্ব জুড়ী ইউপি চেয়ারম্যান মো. রুয়েল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম কাজল, যুব ও ক্রীড়া সম্পাদক ইমরুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, জায়ফরনগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, সাগরনাল ইউনিয়ন আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক শাহীন আহমদ, যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, সহ-সভাপতি সায়রুল আলম, হাসান তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, শাহিন আহমদ, সাবেক ক্রিকেটার লন্ডন প্বাসী জামাল উদ্দিন, কোয়াবের সিনিয়র সহ-সভাপতি মিনহাজ চৌধুরী, টুর্নামেন্টের আহবায়ক শাহীন চৌধুরী, জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য আবুল হোসেন রাজু, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য তানজিম সাকিব।

এরআগে মন্ত্রী উত্তর গোয়ালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, গোয়ালবাড়ি থেকে পশ্চিম গোয়ালবাড়ি রাস্তার পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.