Sylhet Today 24 PRINT

নগরে অবৈধ পার্কিং ও অস্থায়ী দোকান সরাতে অভিযান

নিজস্ব প্রতিবেদক |  ০৫ মার্চ, ২০২৩

সিলেট নগরে জনদূর্ভোগ ও যানজট কমাতে সড়কের উপর অবৈধভাবে যাত্রী তোলা ও অবৈধ পার্কিং এবং অবৈধভাবে সড়কের উপর অস্থায়ীভাবে দোকানপাটের বিরুদ্ধে অভিযানে নেমেছে সিলেট জেলা প্রশাসন।

রোববার (৫ মার্চ) দুপুর ১২টার দিকে সিলেটের সার্কিট হাউজ সংলগ্ন ক্বিন ব্রিজ এলাকা ও সিলেট সরকারি পাইলট স্কুলে সড়কে পার্কিং করে রাখা ট্রাকসহ সকল ধরণের গাড়ি, পিকআপ ভ্যান ও ফুচকার দোকানে এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ব্যবসা ও বাণিজ্য শাখা, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. মাহবুবুল ইসলাম।

সিলেট জেলা বাস-ট্রাক মালিক সমিতির সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভার সিদ্ধান্ত অনুযায়ী এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ পার্কিং ও অস্থায়ী দোকান না বসাতে সতর্ক করা হয় এবং সার্কিট হাউজ ও ক্বিন ব্রিজ এলাকায় পার্কিংরত গাড়িগুলোকে সরিয়ে দেওয়া হয়। 

এদিকে সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল সোমবার থেকে শহরের প্রধান প্রধান সড়কে অভিযান পরিচালনার পরিকল্পনা করছে প্রশাসন।

অভিযানের সময় সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশির, সিলেট সিটি করপোরেশনের একটি দল ও সিলেট মহানগর পুলিশের ভ্রাম্যমাণ দল সঙ্গে ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.