Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে মণিপুরি ভাষা উৎসব পালিত

কমলগঞ্জ প্রতিনিধি |  ১০ মার্চ, ২০২৩

মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি ভাষা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদের আয়োজনে শুক্রবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০ টায় আদমপুর তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে আদমপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় ১ম থেকে ১০ম শ্রেণির দেড় শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে মণিপুরি ভাষার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিকাল ৪টায় তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সংগঠনের সভাপতি কবি ও প্রাবন্ধিক এ কে শেরামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নামব্রম শংকরের সঞ্চালনায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ। বিশেষ অতিথি ছিলেন তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহেনা বেগম, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান ও ভারতের মণিপুর রাজ্যের প্রখ্যাত কবি এন রতন মীতৈ।

অন্যদের মধ্যে বক্তব্য দেন কানাডা প্রবাসী মণিপুরি ভাষা গবেষক নাতাশা, মণিপুরি লেখক ও কবি হাজী আব্দুস সামাদ প্রমুখ।

অনুষ্ঠানে মণিপুরি ভাষা উৎসব স্মারক সংকলন “মৈরা” এর মোড়ক উন্মোচন করা হয়।

উল্লেখ্য, ২০০৮ সাল থেকে মণিপুরি ভাষা উৎসব পালিত হয়ে আসছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.