Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক ও স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি |  ১৪ মার্চ, ২০২৩

সিলেটের জৈন্তাপুর উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভা ও মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মার্চ) উপজেলা পরিষদ হলরুমে পৃথক এসব সভা অনুষ্ঠিত হয়।

আইনশৃঙ্খলা কমিটি ও মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপা মনি দেবী, জৈন্তাপুর মডেল থানার উপপুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রব, নিজপাট ইউ/পি চেয়ারম্যান মো. ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউ/পি চেয়ারম্যান ফখরুল ইসলাম, দরবস্ত ইউ/পি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চিকনাগুল ইউ/পি চেয়ারম্যান কামরুজ্জমান চৌধুরী, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সালাউদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী তুষার পাল, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা, একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) মো. আজিজুল হক খোকন, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরী কলেজের অধ্যক্ষ রুহিনী রঞ্জন দে, লালাখাল বিজিবি ক্যাম্প কমান্ডার মোক্তার চৌধুরী, শ্রীপুর বিজিবি ক্যাম্প কমান্ডার মকবুল হোসেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ, নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সস্পাদক মাস্টার আব্দুল জলিল, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম.এম রুহেল, জৈন্তাপুর প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজওয়ান করিম সাব্বির।

এছাড়া সভায় সীমান্তরক্ষী বাহিনী বিজিবির অন্যান্য সদস্যসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলার আইনশৃঙ্খলা অতীতের চেয়ে উন্নত ও স্বাভাবিক থাকায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানানো হয়।

যানজট নিরসনে অবৈধ টমটম গাড়ি নিয়ন্ত্রণ করা, উপজেলা সদরের বাস স্টেশন থেকে হাসপাতাল পর্যন্ত রাস্তা প্রশস্তকরণ সংস্কার কাজ দ্রুৎ বাস্তবায়ন করার আহবান জানানো হয়। সরকারি জায়গার উপর বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা, চোরাচালন রোধ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণে পুলিশসহ উপজেলা প্রশাসনের মনিটরিং কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। পবিত্র রমজান মাসে হাট-বাজার কার্যক্রম মনিটরিং করার উপর গুরুত্ব দেয়া হবে বলে জানানো হয়।

এদিকে। সভায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ও ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.