Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে জাতির পিতার জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত

ওসমানীনগর প্রতিনিধি |  ১৭ মার্চ, ২০২৩

সিলেটের ওসমানীনগরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) সকাল ১১ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার ভূমি রাজীব দাসপুরকায়স্থ, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সহ-সভাপতি আবদাল মিয়া, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাহারুল ইসলাম, কৃষি কর্মকর্তা উম্মে তামিমা, সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্ত, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মহিমা সুলতানা সুমি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধাধারণ সম্পাদক তোফাজ্জুল হোসেন, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান ও সাংস্কৃতিক সম্পাদক ডিকে জয়ন্ত।

আলোচনা সভা শেষে এসওএস শিশু পল্লীর শিশুদের নিয়ে জাতির পিতার জন্মদিনের কেক কাটা হয়।

এরআগে সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন, ওসমানীনগর থানা, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মহিলা আওয়ামী লীগ, পল্লী বিদ্যুৎসহ বিভিন্ন সংগঠন উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.