Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে সিলেটে শিশুকিশোরদের দৌড় প্রতিযোগিতা সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ১৮ মার্চ, ২০২৩

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সিলেটের আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে শিশু দৌড় প্রতিযোগিতা।

সিলেট কারতে স্কুলের উদ্যোগে ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিশু প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

শত শত অভিভাবক, দর্শক ও বয়সভিত্তিক বিভিন্ন রঙের জার্সি পরিহিত শিশুদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ক্রীড়া কমপ্লেক্স।

জাতীয় সংগীতের মাধ্যমে ৫ থেকে ৭ বছর ৫০০ মিটার; ৮ থেকে ১০ বছর ৭৫০ মিটার; ১০ থেকে ১৩ বছর ১০০০ প্রতিযোগিতা সম্পন্ন হয়। প্রত্যেক বিভাগ থেকে চ্যাম্পিয়নকে ১০ হাজার টাকা, প্রথম রানারআপকে ৭ হাজার টাকা, দ্বিতীয় রানারআপকে ৪ হাজার টাকা করে মোট ১৮ জন শিশুকে সিলেট কারাতে স্কলারশিপ দেওয়া হয়।

এ ছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেককে মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা মহিলা ক্রীড়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী।

আয়োজক ও সিলেট কারাতের প্রতিষ্ঠাতা পরিচালক আবু ইউসুফ সকলের সহযোগিতা পেলে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে শিশুদের জন্য বড় পরিসরে ইভেন্ট করার ঘোষণা করেন।

মিম আক্তার মায়ার সঞ্চালনায় অতিথিগণের মধ্যে বক্তব্য দেন সিনিয়র দৌড়বিদ আবু নাছের, আজাদ উদ্দিন, জুবায়ের আহমেদ, লায়েক আহমেদ, সোহাগ আহমেদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.