Sylhet Today 24 PRINT

দিরাইয়ে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরও ৯৫ পরিবার

দিরাই প্রতিনিধি |  ২১ মার্চ, ২০২৩

মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় ও চতুর্থ ধাপে জমিসহ ঘর পেতে যাচ্ছে দিরাই উপজেলার আরও ৯৫ গৃহহীন পরিবার।

বুধবার ২২ মার্চ ঘরের চাবি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করার পর ৯৫ সুবিধাভোগী পরিবারের মধ্যে জমি বন্দোবস্তের কাগজসহ ঘর হস্তান্তর করা হবে।

এ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

আশ্রয়ণ প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি জনি রায়, দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, দিরাই অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুজাহিদ সর্দার সহ গণমাধ্যম কর্মীবৃন্দ।

উল্লেখ্য, মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের আওতায় উপজেলার রাজানগর, রফিনগর, চরনাচর ও কুলঞ্জ ইউনিয়নে ৮৭৭ টি ঘর উপহার পাবে গৃহহীন পরিবার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.