Sylhet Today 24 PRINT

ছাতকে এইট স্টার ফুটবল অ্যাসোসিয়েশন হাসনাবাদের ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

ছাতক প্রতিনিধি |  ২২ মার্চ, ২০২৩

বিশাল আয়োজনের মধ্য দিয়ে ছাতকের হাসনাবাদ অষ্টগ্রাম এইট স্টার ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে হাসনাবাদ মুহিবুর রহমান মানিক পাবলিক খেলার মাঠে এ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল নিউ স্টার বিল্লাল একাদশ রাজাপুর ও মোসনাবাজার ফুটবল একাদশ হাসনাবাদের মধ্যে অনুষ্ঠিত হয়।

হাজার-হাজার দর্শকের উপস্থিতিতে মাঠ ছিলো কানায়-কানায় পূর্ণ। দু'দলের দেশি- বিদেশি খেলোয়াড়রা খেলা দিয়ে দর্শকের মন জয় করলেও নির্ধারিত সময়ের মধ্যে কোন দলই কাঙ্ক্ষিত গোল করতে পারেনি। শেষ পর্যন্ত ম্যাচটি টাইব্রেকারে গড়ায়।

টাইব্রেকারে নিউ স্টার বিল্লাল একাদশ রাজাপুর বিজয় লাভ করেছে। খেলা শেষে চ্যাম্পিয়ন নিউ স্টার বিল্লাল একাদশ রাজাপুরের অধিনায়কের হাতে প্রথম পুরস্কার মোটরসাইকেল ও রানার্সআপ মোসনাবাজার ফুটবল একাদশের অধিনায়কের হাতে দ্বিতীয় পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মুহিবুর রহমান মানিক এমপি।

খেলা পরিচালনা কমিটির সভাপতি, ইউপি সদস্য তাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ লাল মিয়া, কালারুকা ইউনিয়নের চেয়ারম্যান অদুদ আলম, উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ, দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন, মোশাহিদ আলী, রফিকুল ইসলাম কিরণ, মঞ্জুর আলম প্রমুখ।

এদিকে, খেলা শেষে সন্ধ্যায় নয়া লম্বাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। এসময় উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমানসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.