Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার পেল আরও ২৭০ গৃহহীন পরিবার

সিলেটটুডে ডেস্ক |  ২২ মার্চ, ২০২৩

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের আশ্রয়ণ-২ প্রকল্পের ৪র্থ পর্যায়ে স্বপ্নের সেমি পাকা ঘর পেল আরও ২৭০ ভূমিহীন ও গৃহহীন পরিবার। বুধবার (২২ মার্চ) উপকারভোগী পরিবারের নিকট গৃহসমুহের  চাবি ও জমির দলিল হস্তান্তর কার্যক্রমের আনুষ্ঠানিক ভার্চুয়ালী  উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উপজেলা প্রশাসন ২৭০ টি ঘরের জমির দলিল ও গৃহের চাবি হস্তান্তর করেছে। দলিল হস্তান্তর করেন হবিগঞ্জ জেলা এডিসি মিন্টু চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার সভাপতিত্বে ও  পজিব কর্মকর্তা শাকিল আহমদ সচঞ্চালনায়। প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলার এডিসি মিন্টু চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালক ডাক্তার আব্দুস সামাদ,নবীগঞ্জ উপজেলার সাবেক মেয়র অধ্যাপক তোফাজুল ইসলাম চৌধুরী।

এ সময় বক্তব্য রাখেন, সাবেক নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, অধ্যাপক মুজিবুর রহমান, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিয়া, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুশতাক আহমেদ মিলু, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার হিমেল, নবীগঞ্জ ক্লাবের সভাপতি এম এ আহমেদ আজাদ, হবিগঞ্জ সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক সেলিম তালুকদার।

নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা, নবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের চেয়ারম্যান রঙ্গলাল দাশ, মুক্তিযোদ্ধা জালাল সিদ্দিক। এ সময় উপস্থিত ছিলেন দিনার পুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়, উপজেলা আওয়ামী লীগ নেতা অঞ্জন পুরকায়স্থ,গৌরচন্দ্র রায় প্রমুখ।

এরইমধ্যে ১ম পর্যায়ে ১১০টি, ২য় পর্যায়ে ৬০টি ও ৩য় পর্যায়ে ৩৫৫টি গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে। বুধবার ২২মার্চ ২৭০ টি ঘর হস্তান্তর করা হয়।

প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে এডিসি মিন্টু  চৌধুরী, সারাদেশের ধারাবাহিকতায় ১৫৯টি উপজেলা মধ্যে আজ নবীগঞ্জ উপজেলা ভূমি-গৃহহীনমুক্ত। জাতির পিতা স্বপ্ন দেখতেন সোনার বাংলার প্রতিটি মানুষ খুঁজে পাবে নিরাপদ আশ্রয়। এই আশ্রয়ণ প্রকল্প যেন সেই নিরাপদ আশ্রয়ের চূড়ান্ত রূপ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.