Sylhet Today 24 PRINT

ভূমিহীন মুক্ত চুনারুঘাট উপজেলা

চুনারুঘাট প্রতিনিধি |  ২২ মার্চ, ২০২৩

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২২ মার্চ) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে ৭টি জেলা ও ১৫৯টি উপজেলার মতো চুনারুঘাট উপজেলার ৯৭টি পরিবারের কাছে গৃহসমূহের চাবি ও জমির দলিল হস্তান্তর কার্যক্রমের আনুষ্ঠানিক ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স শেষে একই দিন দুপুর ১২টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলার বিভিন্ন এলাকার ৯৭টি পরিবারের হাতে তাদের নূতন ঘরের চাবি তুলে দেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

সর্বশেষ ক-শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১ম, ২য় ও ৩য় পর্যায় মোট ৩১৭টি ও আশ্রয়ণ-১ ও গুচ্ছগ্রাম প্রকল্পের মাধ্যমে ৮টি প্রকল্পস্থানে ১০৭০টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। ফলে এ পর্যন্ত চুনারুঘাট উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন করার লক্ষ্যে ১৩৮৭টি ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।

প্রকল্পের ৪র্থ পর্যায়ে নির্মিত ৩১৭টির মধ্যে ৯৭টি পাকাঘর উপকারভোগী পরিবারকে জমির দলিল ও চাবি হস্তান্তর করা হয়েছে। একই সাথে উপজেলাকে ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করার করা হয়।

চুনারুঘাট উপজেলায় ঘরের জমির দলিল ও গৃহের চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, সহকারী কমিশনার (ভূমি) আফিয়া আমিন পাপ্পা, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাম্মেল হোসেন, চুনারুঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম মোস্তফা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মহি উদ্দিন, বীর মুক্তিযোদ্ধাগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, সাংবাদিকবৃন্দ ও নানা শ্রেণিপেশার লোকজন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.