Sylhet Today 24 PRINT

বড়লেখায় তিন দিনব্যাপী নৃত্য কর্মশালা

বড়লেখা প্রতিনিধি: |  ২২ মার্চ, ২০২৩

‘‘সুরের লয়ে নৃত্যের আহ্বান’’ এই প্রতিপাদ্যে মৌলভীবাজারের বড়লেখায় তিন দিনব্যাপী ভরতনাট্যম নৃত্য কর্মশালা সম্পন্ন হয়েছে।

বড়লেখা নজরুল একাডেমির উদ্যোগে বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ে একাডেমির কক্ষে ২০ থেকে ২২ মার্চ পর্যন্ত এই কর্মশালা হয়। এতে ১৩ জন শিশু শিল্পী অংশ নিয়েছে।

এতে প্রশিক্ষক ছিলেন নৃত্যবৃতি ঢাকার প্রশিক্ষক গোলাম মোস্তফা ববি।

বুধবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুল একাডেমির সভাপতি দীপক রঞ্জন নন্দী।

স্বাগত বক্তব্য রাখেন নজরুল একাডেমির উপদেষ্টা জুনেদ রায়হান রিপন।

বড়লেখা নজরুল একাডেমির সদস্য মিকন পালের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন বড়লেখা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, অভিভাবক স্বপন কুমার দেবনাথ, উজ্বল ঘোষ, নজরুল একাডেমির সাধারণ সম্পাদক মিলন দে, নৃত্য শিক্ষক সুভ্রত দাস, সংগীত শিক্ষক দীনা ঘোষ, সংগীত শিল্পী শোভন দলপতি প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.