Sylhet Today 24 PRINT

‘মানুষ’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করলেন পরিকল্পনা মন্ত্রী

শান্তিগঞ্জ প্রতিনিধি |  ২৩ মার্চ, ২০২৩

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজি জমিরুল ইসলাম মমতাজের ‘মানুষ’ শিরোনামের প্রথম কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ১১টায় পরিকল্পনা মন্ত্রীর বাসভবন হিজল বাড়ির আরফান আলী বৈঠকখানায় এ কবিতাগ্রন্থটির মোড়ক উন্মোচন করেন তিনি।

মোড়ক উন্মোচনের সময় পরিকল্পনামন্ত্রী বলেন, কবিতা গণমানুষের কথা বলে। কবিদের লেখা কবিতায় যুগে যুগে মানুষ অনুপ্রেরণা পেয়েছেন। কবিরা কবিতার ভাষায় সমাজের বাস্তব চিত্র তুলে ধরেন। মানুষের না বলা কথাগুলো কবি-সাহিত্যিকেরা তাদের কলমের মাধ্যমে ফুটিয়ে তুলেন। কবি কাজি জমিরুল ইসলাম মমতাজের প্রথম কাব্যগ্রন্থের শিরোনাম প্রশংসনীয়। মানুষ কাব্যগ্রন্থের সবগুলো কবিতাই মানুষের কথা বলেছে বলে আমার বিশ্বাস। বইটি আমি পড়বো। কবিতাগ্রন্থটির বহুল প্রচার ও সফলতা কামনা করি।

শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নূরুল হকের পরিচালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মানুষ কাব্যগ্রন্থ থেকে কবিতা আবৃত্তি করেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ইয়াকুব শাহরিয়ার।

এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের উপাচার্য ডা. মনোজজিত মজুমদার, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য মনিরুজ্জামান সুজন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ্ জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ছকিনা আক্তার, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী, কৃষকলীগের আহ্বায়ক ফয়জুর রহমান, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, জেলা ওলামা লীগের সভাপতি মাওলানা আবদুল কাইয়ুম, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, মানুষ কাব্যগ্রন্থ প্রণেতা কাজি জমিরুল ইসলাম মমতাজ, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, কোষাধ্যক্ষ সোহেল তালুকদার, প্রচার সম্পাদক এম এম ইলিয়াস আলী, সদস্য জামিউল ইসলাম তুরান, গণমাধ্যমকর্মী নাহিদ আহমদ ও নোহান আরেফিন নেওয়াজ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.