Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা ফারুকের সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক, সুনামগঞ্জ |  ২৪ মার্চ, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী সাজিদুর রহমান ফারুক।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর গণভবনে গিয়ে সাক্ষাৎ করেন তিনি। এসময় যুক্তরাজ্য আওয়ামী লীগকে সুসংগঠিত করতে পারে এবং নিজ জন্মস্থান সুনামগঞ্জের উন্নয়নে কাজ করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা পান এই সাবেক ছাত্রনেতা।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক বলেন, আমি গতকাল মাহে রমজানের শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃপায় বঙ্গবন্ধুর স্বপ্নের পথ ধরে বদলে যাওয়া বাংলাদেশের রূপকার বিশ্বনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছি। এসময় আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একত্রিত থেকে কাজ করার নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী আমাকে মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার জন্য বলেছেন আমি অবশ্যই তা পালন করব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
ওয়াহিদ ভিউ (পঞ্চম তলা), পূর্ব জিন্দাবাজার,
সিলেট-৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.