Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে ৫৭১ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

চুনারুঘাট প্রতিনিধি |  ২৬ মার্চ, ২০২৩

হবিগঞ্জের চুনারুঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

রোববার দিবসের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করে কর্মসূচি উদ্বোধন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে শহিদ মিনারে শহিদদের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ করা হয়।

স্বাধীনতা ও জাতীয় দিবসে উপজেলার ৫৭১ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে চুনারুঘাট উপজেলা প্রশাসন। সকাল ১১ টায় চুনারুঘাট উপজেলা মিলনায়তনে সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক।

সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লৎফুর রহমান মহালদার, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আকবর হোসেন জিতু, সাধারণ সম্পাদক আনোয়ার আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার, আব্দুস সামাদ, ফয়জুল হক তরফদার, আব্দুল খালেক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজল দাস, আবদুস সামাদ মাস্টার, সাংবাদিক জাহাঙ্গীর আলম, সমাজসেবা কর্মকর্তা বারিন্দ্র চন্দ্র রায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.