Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অর্থদণ্ড

চুনারুঘাট প্রতিনিধি |  ২৮ মার্চ, ২০২৩

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৭ মার্চ) আনুমানিক দুপুর টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিক।

এ সময় উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের চান্দপুর বস্তি সংলগ্ন সুতাং নদী হতে বিধি বহির্ভূতভাবে বালু উত্তোলন করার দায়ে রহমতাবাদ গ্রামের বাসিন্দা আব্দুস শহীদ (৬৫)কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ (১) ধারায় পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে কঠোর হুঁশিয়ারি প্রদান করা হয়। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে উপজেলা প্রশাসনের আনসার ও থানা পুলিশের একটি টিম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.