Sylhet Today 24 PRINT

আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে: সিলেটে ব্রিটিশ হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক |  ২৮ মার্চ, ২০২৩

দেশের মানুষ ও বিদেশী বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বাড়াতে বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হতে হবে এমন মন্তব্য করেছেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন।

আগামী নির্বাচনে বিদেশী পর্যবেক্ষকদের আহবান জানানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়ে ডিকসন জানান, যুক্তরাজ্য বাংলাদেশে অবাধ নিরপেক্ষ নির্বাচনে অংশীদার হতে চায়।

মঙ্গলবার দুপুরে সিলেটে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ থেকে ফিরে যাওয়ার আগে মঙ্গলবার তার শেষ সিলেট সফরে যান ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। সিলেটে পৌঁছেই চলে অসুস্থ সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাতে। প্রায় ৪০ মিনিট ধরে আরিফুল হক চৌধুরীর সাথে নানা বিষয়ে কুশল বিময় করেন তিনি।

এসময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের আগামী নির্বাচন দেশের মানুষ ও বিনিয়োগকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.