Sylhet Today 24 PRINT

আন্তর্জান্তিক কিডনি সম্মেলনে যােগ দিতে ব্যাংকক যাচ্ছেন ডা. শুভার্থী

সিলেটটুডে ডেস্ক |  ২৮ মার্চ, ২০২৩

কিডনি রোগ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছেন ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের কিডনি রোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. শুভার্থী কর। ইন্টারন্যাশনাল সোসাইটি অব নেফ্রোলজি আয়োজিত ওয়ার্ল্ড কংগ্রেস অব নেফ্রোলজিতে স্পীকার হিসেবে যোগ দেবেন শুভার্থী।

 ৩০ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত এ সম্মেলন চলবে। সম্মেলনে যোগ দিতে বুধবার ব্যাংককের উদ্দেশ্য রওয়ানা দেবেন ডা. শুভার্থী।

এতে তার বক্তব্যের বিষয় Access to Kidney Care :Challenges and Opportunities. এতে তারসহ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ডা সিডনি ট্যাং, ডা ইয়ট টিরাটানন, পলিন আবু জাউদ ও মো ইকবাল আব্দুল হাফিজ।

ব্যাংককের কুইন সিরিকিট ন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ এর কিডনি বিশেষজ্ঞ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা,ইউনিসেফ, ইন্টারন্যাশনাল সোসাইটি অব নেফ্রোলজি এর কর্মকর্তা ও অধ্যাপকগণ উপস্থিত থাকবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.