Sylhet Today 24 PRINT

সম্মিলিত নাট্য পরিষদের নতুন কমিটির অভিষেক আজ

প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী কে.এম খালিদ

সিলেটটুডে ডেস্ক |  ৩১ মার্চ, ২০২৩

সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘ ঊনচল্লিশ বছর ধরে নাট্য ও সাংস্কৃতিক আন্দোলনে নেতৃত্বদানকারী অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর ১৪৩০ ও ১৪৩১ বাংলার জন্য নির্বাচিত কার্যনির্বাহী  কমিটির অভিষেক অনুষ্ঠান আজ ৩১ মার্চ শুক্রবার বিকাল তিনটায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জনাব কে. এম খালিদ এমপি।

গত ১৫ মার্চ সারদা হল কার্যালয়ে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে রজত কান্তি গুপ্ত সভাপতি ও মোস্তাক আহমেদ সাধারণ নির্বাচিত হন।গঠিত হয় নয় সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি। এর পূর্বে ১০ মার্চ কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় দ্বি-বার্ষিক সন্মেলন। আজ নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন এক বিবৃতিতে অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ, নাট্য পরিষদের শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক বৃন্দ এবং সিলেটের সকল নাট্য ও সংস্কৃতিকর্মী দের যথাসময়ে আন্তরিক উপস্থিতি কামনা করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.