Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ফ্রি চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন

কমলগঞ্জ প্রতিনিধি |  ২০ মে, ২০২৩

মৌলভীবাজারের কমলগঞ্জে ভাষা সৈনিক, প্রবীণ রাজনীতিবিদ ও বিশিষ্ট সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সৈয়দ মতিউর রহমান ফ্রি চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২০ মে) উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীরাসপুরে প্রয়াত সাংবাদিক সৈয়দ মতিউর রহমানের পরিবারের পক্ষ থেকে নিজ বাড়িতে এ ফ্রি চিকিৎসা কেন্দ্র অনুষ্ঠিত হয়।

ফ্রি চিকিৎসা কেন্দ্রে ১০০ জন রোগীকে সেবা প্রদান করা হয়।

সৈয়দ মুজিবুর রহমান মমরুজের সভাপতিত্বে ও জহিরুল হক চৌধুরীর সঞ্চালনায় ফ্রি চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, প্রবীণ সাংবাদিক আব্দুল হান্নান চিনু, কবি শহিদ সাগ্নিক, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, নাট্যকার হিফজুর রহমান, সমাজসেবক ইলিয়াছুর রহমান মহরম, নারায়ণ মল্লিক সাগর, সাংবাদিক শাহিন আহমদ, ইউপি সদস্য রিপন ইসলাম ময়নুল, শহীদ নগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল বশর জিল্লুল, সমাজসেবক আব্দুস সুবহান বাবু, জুনেদ আহমদ, ইকবাল আহমদ চৌধুরী, হেলাল আহমদ, শামসুর রহমান, বয়তুল হক চৌধুরী প্রমুখ।

ফ্রি চিকিৎসা কেন্দ্রে সেবা প্রদান করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের ডা. তানভীর আহমেদ। মতিউর রহমানের পরিবারের পক্ষ থেকে প্রতি মাসে একদিন ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম চলবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.