Sylhet Today 24 PRINT

চা শ্রমিকদের শতভাগ ভাতার আওতায় আনার প্রতিশ্রুতি পরিবেশমন্ত্রীর

জুড়ী প্রতিনিধি |  ২০ মে, ২০২৩

ছবি: পিআইডি

আগামীতে ক্ষমতায় আসলে চা শ্রমিকদেরকে শতভাগ ভাতার আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি।

শনিবার (২০ মে) জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের পশ্চিম শিলুয়া হতে খেয়াঘাট পর্যন্ত রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।

জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দের সভাপতিত্বে ও গোয়ালবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অটল কৃষাণ সিংহের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. ফয়েজ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মাসুক মিয়া, সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল খালিক, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, শাহাব উদ্দিন লেমন, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, এলজিইডি প্রকৌশলী ননী গোপাল দাস, জুড়ী থানার ওসি মোশাররফ হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, পূর্ব জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান রুহেল উদ্দিন, ফ্রান্স ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুর রহমান, গোয়ালবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি এমদাদুল ইসলাম চৌধুরী মাছুম, সাধারণ সম্পাদক জহির উদ্দিন, রতনা চা বাগান পঞ্চায়েত সভাপতি সুমন ঘোষ, গোয়ালবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রকাশ গোয়ালা প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.