Sylhet Today 24 PRINT

ফেসবুক হ্যাক করে বিকাশের মাধ্যমে অর্থ আদায়, গ্রেপ্তার এক

সিলেটটুডে ডেস্ক |  ২৩ মে, ২০২৩

ফেসবুক একাউন্ট হ্যাক করে বিকাশের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

গতকাল সোমবার ঢাকার ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকা থেকে মোশাররফ হোসেন আকিল (২০) নামের ঐ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়।

মঙ্গলবার (২৩ মে) দুপুরে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সাহায্যে ডিএমপির ডেমরা থানা-পুলিশের সহায়তায় মোশাররফ হোসেন আকিলকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, এই আসামি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির ফেসবুক আইডি হ্যাক করে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ব্ল্যাকমেলের মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছিলেন। তিনি বিভিন্ন হ্যাকিং গ্রুপের সঙ্গে জড়িত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.