Sylhet Today 24 PRINT

শাহিদাবাদে সুনামগঞ্জের তৃতীয় বর্ডারহাটের উদ্বোধন

জাহাঙ্গীর আলম ভূঁইয়া, তাহিরপুর |  ২৪ মে, ২০২৩

সুনামগঞ্জের শেষ সীমান্ত তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড়ের শাহিদাবাদ বর্ডারহাট উদ্বোধন করা হয়েছে। এটি জেলার তৃতীয় বর্ডার হাট।

বুধবার (২৪ মে) দুপুরে উপজেলার সীমান্তের বাদাঘাট ইউনিয়নের শাহিদাবাদ ও ভারতের মেঘালয়ের নালিকাটা (গুমাঘাট ওয়েস্ট খাসিয়া হিলস) এলাকার মধ্যবর্তী স্থানে অবস্থিত বর্ডারহাটের উদ্বোধন করেছে দু দেশের দায়িত্বশীলরা।

বেলুন ও পায়রা উড়িয়ে হাটটি উদ্বোধন করার পরই দু’দেশের ক্রেতা-বিক্রেতা ও উৎসাহী মানুষের ভিড় জমে। হাটে দু’দেশের দোকানিদের স্থানীয়ভাবে উৎপাদিত দ্রব্য, পান-সুপারি,সবজি, নানা জাতের মসলা, জুতা, প্রসাধন সামগ্রী বিক্রি করতে দেখা গেছে।

প্রতি সপ্তাহে একদিন বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ হাটে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য বিক্রি হবে এবং হাটের ৫ কিলোমিটার এলাকার বাসিন্দারা পণ্য ক্রয়-বিক্রয়ের সুযোগ পাবেন। উভয় দেশের ১২টি করে মোট ২৪টি দোকান হাটটিতে বসবে।

এ উপলক্ষে আলোচনা সভায় সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত মহিলা আসনের এমপি সামিমা আক্তার খানম, ভারতের নিযুক্ত সহকারী হাই কমিশনার (দূতাবাস, সিলেট) নিরাজ কুমার জাসুয়াল, এমএলএ খাসিয়া হিলস পিউস মারওয়েল, ভারতের ডেপুটি ডাইরেক্টর (এমআইজেসি) ওয়ার সং, সাউথ ওয়েস্ট খাসী হিল রানীগর এডিসি লিংকর কিংজিং, ডেপুটি কমিশনার সাউথ ওয়েস্ট খাসী হিলস টি লেংগুয়া, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট, মেঘালয় ১৯৩ ব্যাটালিয়ন অধিনায়ক রাজিব শর্মা, সুনামগঞ্জ ২৮ অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বকত পলিন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা, ওসি সৈয়দ ইফতেখার হোসেন, বাদাঘাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন বক্তব্য দেন।

এসময় উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মোরাদ, দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস আলী, বালিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন, বিজিবি ও বিএসএফের কর্মকর্তাসহ বর্ডার হাট পরিচালনা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১ জানুয়ারি ২০১৮ সালে দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সীমান্তে হাট স্থাপনের সিদ্ধান্ত হয়। ওই দিন এ সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ-ভারতের সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছিল। এর পূর্বে ২০১২ সালের ২৪ এপ্রিল সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের সীমান্তবর্তী ডলুরা এলাকায় এবং ভারতের মেঘালয়ের বালাট সীমান্তে সুনামগঞ্জে প্রথম ডলুরা বর্ডার হাট চালু হয়। ২০২২ সালের ১২ মে সুনামগঞ্জের দোয়ারাবাজারের বোগলা ইউনিয়নের সীমান্ত এলাকায় বাগানবাড়ি-রিংকু নামে দ্বিতীয় বর্ডার হাটটি চালু করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.