Sylhet Today 24 PRINT

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পল্লী চিকিৎসকের

কোম্পানীগঞ্জ প্রতিনিধি |  ২৬ মে, ২০২৩

সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আব্বাস আলী (৪৫) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ ধলাই সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্বাস আলী দীর্ঘদিন ধরে উপজেলার টুকেরগাঁও এলাকায় পল্লী চিকিৎসক হিসেবে ফার্মেসী ব্যবসা এবং শরীফ ফার্মাসিউটিক্যালসের এমপিও হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের থানার কান্দি গ্রামের আব্দুল বারেকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধলাই সেতুর উপর ট্রাক ও মোটরসাইকেল দূর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক আব্বাস আলী গুরুতর আহত হয়। দূর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায়। পরে পুলিশ ও তার আত্মীয়-স্বজনরা উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ‌ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.