Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে লেবু জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি বিষয়ে মাঠ দিবস পালিত

জৈন্তাপুর প্রতিনিধি: |  ২৮ মে, ২০২৩

জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজিত চলতি অর্থ বছরে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় উপজেলার ফতেপুর ইউনিয়নের বাগেরখাল স্কুলে স্থানীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন করা হয়েছে।

শনিবার (২৭ মে) সকাল ১১টায় বাগেরখাল রমজান রূপজান একাডেমি স্কুল এন্ড কলেজ মাঠে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার। প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর (শস্য) সিলেট অঞ্চলের অতিরিক্ত উপ পরিচালক ফারুক হোসাইন। সভায় উন্নত মানের জাড়া লেবু চাষাবাদ সহ কৃষি কাজে এগিয়ে আসতে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেয়া হয়।

বিশেষ অতিথি ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, ইউপি সদস্য রফিক আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক শাহজাহান কবির খান, জৈন্তাপুর প্রেসক্লাবের সদস্য নাজমুল ইসলাম, সদস্য মীর মোঃ শোয়েব আহমদ।

ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: ইশতিয়াক আহমেদের পরিচালনায় মাঠ দিবস অনুষ্টিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.