Sylhet Today 24 PRINT

প্রার্থিতা ফিরে পেতে ৩ মেয়র ও ৯ কাউন্সিলর প্রার্থীর আপিল

সিলেট সিটি করপোরেশন নির্বাচন

নিজস্ব প্রতিবেদক |  ২৯ মে, ২০২৩

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন তিনজন মেয়র ও  ৯ জন কাউন্সিলর প্রার্থী। সোমবার (২৯ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত এই ১২ প্রার্থীর আপিলের খবর পাওয়া যায়।

এর আগে গত ২৫ মে ১১ জন মেয়র প্রার্থীর মধ্যে পাঁচজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা। একই সঙ্গে সংরক্ষিত কাউন্সিলর পদে পাঁচজন ও সাধারণ কাউন্সিলর পদে ছয়জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আগামীকাল মঙ্গলবার (৩০ মে) আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

মেয়র পদে যা আপিল করেছেন তারা হলেন, মোহাম্মদ আব্দুল মান্নান খান, মৌলানা জাহিদ উদ্দিন চৌধুরী, মো. শাহ্ জাহান মিয়া। তাদের সকলেই স্বতন্ত্র প্রার্থী।

এদিকে সংরক্ষিত কাউন্সিলর পদে ২ নং সংরক্ষিত আসনের প্রার্থী জুমানা আক্তার জুঁই, ৩ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী শ্যামলী সরকার, ৪ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী তাহমিনা বেগম, ৫ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী আয়না বেগম, ৬ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী কামরুন নাহার চৌধুরী।

এছাড়া সাধারণ কাউন্সিলরদের মধ্যে ২৮ নং ওয়ার্ডে মো. ফখরুল ইসলাম, ৩৩ নং ওয়ার্ডে আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী, ৩৪ নং ওয়ার্ডে মাওলানা মো. রফিকুল ইসলাম, ৩৯ নং ওয়ার্ডে মো. শাহাব উ্দ্দীন লাল।

প্রসঙ্গত, আগামী ২১ জুন পঞ্চমবারের মতো সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.