কমলগঞ্জ প্রতিনিধি | ৩০ মে, ২০২৩
মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম কমলগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারি, সেবাগ্রহীতা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মত বিনিময় করেছেন।
মঙ্গলবার (৩০ মে) দুপুর সাড়ে ১২টায় উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দিন।
উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান , উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, সাধারণ সম্পাদক এডভোকেট এএসএম আজাদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, থানার ওসি সঞ্জয় চক্রবর্তী , উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল।
আলোচনায় অংশ নেন লেখক গবেষক আহমদ সিরাজ, সাংবাদিক শাব্বির এলাহি, প্রধান শিক্ষক মো. আব্দুল মুনিম, ভানুগাছ পৌর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো. সানোয়ার হোসেন, অধ্যাপক শাহাজান মানিক, ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, আবদাল হোসেন, আসিদ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদার, আনন্দ মোহন সিংহ, জয়নাল আবেদীন, কুল চন্দ্র তাঁতি, ইসলামিক ফাউন্ডেশন এর ফিল্ড সুপারভাইজার মাওলানা ইকবাল হোসেন, চা শ্রমিক নেতা ধনা বাউরী প্রমুখ।
এর আগে মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কমলগঞ্জ পৌরসভা, উপজেলা ভূমি অফিস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও কমলগঞ্জ থানা পরিদর্শন করেন।
এছাড়া তিনি ক্ষুদ্র নৃগোষ্ঠী গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ, কালবৈশাখী ঝড়ে এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন এবং নগদ অর্থ বিতরণ করেন। বিকেলে মণিপুরি ললিতকলা একাডেমিসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।