মৌলভীবাজার প্রতিনিধি: | ০১ জুন, ২০২৩
মৌলভীবাজার সেলিম মিয়া (৫৫) নামের ৬ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল (৩১ মে) মৌলভীবাজার সদর থানার এসআই রতন কুমার হালদারের নেতৃত্বে একদল পুলিশ তাকে ইমাম বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, সেলিম মিয়ার বিরুদ্ধে (সিআর ১১-২০১৮) মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত ৬ বছরের সাজা ও ১০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।
গ্রেপ্তারকৃত সেলিম মিয়া মৌলভীবাজার সদর থানার মোহাম্মদপুর গ্রামের মৃত লেচু মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার এসআই রতন কুমার হালদার বলেন, ‘বৃহস্পতিবার সেলিম মিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে।’