Sylhet Today 24 PRINT

সড়ক দুর্ঘটনায় যুক্তরাজ্য আ. লীগ নেতা আসম মিসবাহ আহত

নিজস্ব প্রতিবেদক |  ০১ জুন, ২০২৩

সড়ক দুর্ঘটনা গুরুতর আহত হয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আসম মিসবাহ (৫৫)।

বৃহস্পতিবার (১ জুন) সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের দয়ামীর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। এসময় গাড়ি চালক ইমরান আহমদও আহত হয়েছেন।

এসব তথ্য নিশ্চিত করে আসম মিসবাহ ভাতিজা মোস্তাক আহমদ জানান, লন্ডন থেকে বাংলাদেশে ফিরে সিলেট শহরে আসার পথে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের দয়ামীর এলাকায়  দুর্ঘটনা কবলে পড়েন  তিনি। পরে তাকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
ওয়াহিদ ভিউ (পঞ্চম তলা), পূর্ব জিন্দাবাজার,
সিলেট-৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.