Sylhet Today 24 PRINT

সিলেটের মেয়র প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন

নিজস্ব প্রতিবেদক |  ০২ জুন, ২০২৩

সিলেট সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ করা হয়েছে। শুক্রবার দুপুরে এ রিপোর্ট লেখার সময় কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ চলছে।

সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন প্রার্থী। তারা হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, জাকের পার্টির মো. জহিরুল আলম, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুল হানিফ কুটু, স্বতন্ত্র প্রার্থী মো. ছালাহ উদ্দিন রিমন এবং স্বতন্ত্র প্রার্থী মো. শাহজাহান মিয়া।

এদের মধ্যে দলীয় ৪ প্রার্থীর মধ্যে প্রতীক হিসেবে আওয়ামী লীগের মো. আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা প্রতীক, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুল লাঙ্গল প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান হাতপাখা প্রতীক এবং জাকের পার্টির মো. জহিরুল আলম দলীয় প্রতীক গোলাপফুল প্রতীক পেয়েছেন।

এছাড়া স্বতন্ত্র মোহাম্মদ আবদুল হানিফ কুটু পেয়েছেন ঘোড়া, মো. ছালাহ উদ্দিন রিমন পেয়েছেন ক্রিকেট ব্যাট এবং মো. শাহজাহান মিয়া পেলেন বাস গাড়ি প্রতীক।

প্রতীক বরাদ্দের পর শুরু হয়েছে থেকেই শুরু হচ্ছে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা।

আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশনে ইভিএমে ভোটগ্রহণ হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
ওয়াহিদ ভিউ (পঞ্চম তলা), পূর্ব জিন্দাবাজার,
সিলেট-৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.