জগন্নাথপুর প্রতিনিধি | ০৩ জুন, ২০২৩
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ মে) বিকালে রানীগঞ্জ বাজারে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুনুর রশিদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জয়নুর আহমেদের পরিচালনায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির আহমদ।
তিনি বলেন, দেশের গণতন্ত্র উদ্ধারের জন্য আমরা একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন চাই। যে নির্বাচনের মধ্য দিয়ে এ দেশের জনগণের গণতান্ত্রিক মুক্তি আসবে। জনগণ ব্যালটের ভোটাধিকার ফিরে পাবে।
তিনি বলেন, আজ দেশ গণতন্ত্রহীন। এ দেশে সাধারণ মানুষের কোন নিরাপত্তা নেই। বাক স্বাধীনতা নেই।
বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ করে তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে স্বেচ্ছাসেবক দলের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে আজকে তাদের ওপর এত অত্যাচার ও নির্যাতন ঘুম খুন করা হচ্ছে।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান, নেওয়াজ মিয়া, হেলিম উদ্দিন, রুসেল আহমেদ, সদস্য সাইফুল ইসলাম জাবেদ, জাবেল মিয়া, আশরাফুল হক, শামীম আহমেদ, উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা শেম্যল আহমেদ টিপু, মিজান কোরেশি, ইউসুফ মিয়া লালন, সাবুল আহমেদ, জাকারিয়া খান, সুমন আহমেদ, জুয়েল আহমদ, ফয়সল আহমদ, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামাল হোসেন, মুহিবুর রহমান, রানীগঞ্জ ইউনিয়ন সেচ্ছাসেবক দলের নেতা নূর আলী, মো উজ্জ্বল, শাহ আলম, আবু জাহেদ, মুহিবুর রহমান, জাবেদ আলী, জাবারুল ইসলাম, শামসুল হক, মো. রাজ্জাক, রংগাই মিয়া, শান্তূস রবী দাশ, মো. মারুফ আহমদ, মনির হোসেন, নাইম ইসলাম, জাহিদুল ইসলাম, ইমন আহমদ, সাইফুল ইসলাম, আলী হোসেন, রুহুল আমীন, জাবেদ আহমদ।