Sylhet Today 24 PRINT

লাউয়াছড়ায় গভীর বনে পথ হারিয়ে ৯৯৯–এ কল, ২ শিক্ষার্থীকে উদ্ধার

সাজু মারছিয়াং, শ্রীমঙ্গল: |  ০৬ জুন, ২০২৩

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে পথ হারিয়ে গভীর বনে চলে যাওয়া দুই শিক্ষার্থীকে (পর্যটক) স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ।

সোমবার (৫ জুন) রাত সাড়ে ৮টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে তাদের উদ্ধার করা হয়।

এরআগে তারা দুপুর ১ ঘটিকায় লাউয়াছড়া বনে প্রবেশ করে। ঘুরতে ঘুরতে একসময় বনের গভীরে গিয়ে তারা পথ হারিয়ে ফেলে।

লাউয়াছড়ায় পথ হারিয়ে ফেলা দুই শিক্ষার্থী পর্যটক হলেন- ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৪র্থ বর্ষের শিক্ষার্থী শাহবাজ বিন আজমাত (২৫) ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী ইয়ালিদুজ্জামান (২৬)। তারা দুজনেই ঢাকার মিরপুরের বাসিন্দা।

উদ্ধার হওয়া শাহবাজ বিন আজমাত বলেন, ‘দুপুরে লাউয়াছড়ায় গিয়ে বনে ঘুরতে থাকি। সন্ধ্যার আগ মুহুর্তে আর রাস্তা খুঁজে না পেয়ে বনের একটা টিলা থেকে বাসায় ফোন করি। আমার পরিবারের লোকজন ৯৯৯-এ কল করে বিষয়টি পুলিশকে জানায়। পরে শ্রীমঙ্গল ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে।’

শ্রীমঙ্গল ট্যুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার চক্রবর্তী, ‘দুই শিক্ষার্থী পর্যটক লাউয়াছড়ায় হারিয়ে যাওয়ার কথা শুনে বনবিভাগ ও স্থানীয়দের সাথে নিয়ে ট্যুরিস্ট পুলিশ বন থেকে তাদের উদ্ধার করে। এরপর তাদের হোটেলে পৌঁছে দেওয়া হয়েছে। তারা সুস্থ অবস্থায় ফিরেছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
ওয়াহিদ ভিউ (পঞ্চম তলা), পূর্ব জিন্দাবাজার,
সিলেট-৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.