চুনারুঘাট প্রতিনিধি | ০৬ জুন, ২০২৩
প্রতীকী ছবি
হবিগঞ্জের চুনারুঘাটে চলছে ক্যারাম বোর্ড খেলার নামে চলছে জমজমাট জুয়ার আসর। উঠতি বয়সী তরুণ ও যুবকরা এই ক্যারামবোর্ড জুয়ায় মেতে উঠেছে। এতে ধ্বংসের পথে এগুচ্ছে তরুণ ও যুবসমাজ।
চুনারুঘাট পৌরশহরের আশপাশে বিভিন্ন মুদি দোকান, চা-স্টল, খাবার দোকানসহ উপজেলার গ্রামাঞ্চলে এই ক্যারাম বোর্ড জুয়া বসিয়ে চলছে রমরমা ব্যবসা।
জানা গেছে, চুনারুঘাট পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন গ্রামাঞ্চলে এসব দোকানগুলোতে ছত্রছায়ায় দিবারাত্রি টাকার বাজিতে চলছে ক্যারাম বোর্ড খেলা। এই খেলায় অংশ হিসাবে উঠতি বয়সী তরুণ ও যুবকদের আনাগোনা বেড়েই চলছে। বিশেষ করে, ১৫/২৫ বছর থেকে ৩০/৩৫ বছর বয়সীরা জড়িয়ে পড়েছে এই খেলায়। সর্বনিম্ন একশ টাকা থেকে শুরু করে পাঁচশ, হাজার টাকার বাজিতে এই জুয়া খেলা হয়ে থাকে।
এই ক্যারামবোর্ড জুয়া খেলা উপজেলায় সবখানে ছড়িয়ে পড়লেও এর প্রতিরোধে নেই কোন উদ্যোগ।
চুনারুঘাট থানার (ওসি) মো. রাশেদুল হক বলেন, ক্যারামবোর্ড জুয়া খেলা বন্ধে পুলিশ তৎপর হয়ে অভিযান পরিচালনা করছে।