Sylhet Today 24 PRINT

ঠেলাগাড়ি প্রতীক নিয়ে আলী আছকরের ব্যাপক প্রচারণা-গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক |  ০৬ জুন, ২০২৩

সিলেট সিটি করপোরেশনে নতুন অন্তর্ভুক্ত ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আলী আছকর ঠেলাগাড়ি প্রতীক নিয়ে ব্যাপক প্রচারণা ও গণসংযোগ চালাচ্ছেন।

মঙ্গলবার (৬ জুন) নগরের মাঝপাড়া বাগবাড়িতে গণসংযোগ ও প্রচারণা চালান তিনি।

আলী আছকর সাবেক ২ নং বরইকান্দি ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের দুইবারের মেম্বার।

গণসংযোগকালে কাউন্সিলর প্রার্থী আলী আছকর বলেন, আমি আশাবাদী আমাকে ঠেলাগাড়ি মার্কায় ভোট দিয়ে ৩০ নং ওয়ার্ড বাসী সুযোগ করে দিবেন। আমি যদি নির্বাচনে বিজয়ী হই তাহলে ৩০ নং ওয়ার্ড স্মার্ট ওয়ার্ড হিসেবে পরিণত করতে চাই। আমার ওয়ার্ডের সকল নাগরিকদের সেবা প্রদানে আমি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, ৩০ নং ওয়ার্ডবাসী যাতে কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্য রেখে আমি কাজ করতে চাই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
ওয়াহিদ ভিউ (পঞ্চম তলা), পূর্ব জিন্দাবাজার,
সিলেট-৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.