Sylhet Today 24 PRINT

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ

জৈন্তাপুর প্রতিনিধি |  ০৭ জুন, ২০২৩

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধকল্পে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (৫ জুন) রাত সাড়ে ১০ টায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধীনস্থ বিছনাকান্দি বিওপির দায়িত্বপূর্ণ গোয়াইনঘাট উপজেলার লন্ডনিঘাট নামক এলাকায় একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। বিজিবি টহল দলের টের পেয়ে চোরাকারবারিরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর মালামাল ফেলে পালিয়ে যায়। টহল দল চোরাকারবারিদের ফেলে যাওয়া চটের বস্তা থেকে বিভিন্ন প্রকার ভারতীয় উন্নতমানের শাড়ি ও লেহেঙ্গা উদ্ধার করে।

আটককৃত ভারতীয় শাড়ি ও লেহেঙ্গার আনুমানিক মূল্য ৭০ লক্ষ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুনতাসির মামুন, পিএসসি (ইঞ্জিনিয়ার্স) জানান, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে সীমান্ত পর্যায়ে বিজিবির অভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

আটককৃত শাড়ি ও লেহেঙ্গা স্থানীয় শুল্ক অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.