Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে বৃষ্টির জন্য নামাজ, মোনাজাতে কান্নার রোল

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৭ জুন, ২০২৩

অসহ্য গরম আর অসহনীয় তাপদাহে পুড়ছে সারা দেশ। দেশজুড়ে চলছে বৃষ্টির জন্য হাহাকার। প্রচণ্ড গরম-তাপদাহে হাঁপিয়ে উঠেছে জনজীবন। ঠিক কবে এবং কখন ঝরবে এই রহমতের ঝর্ণাধারা? কবে দূরীভূত হবে এই তাপদাহ?

অনাবৃষ্টির কারণে যখন বর্তমানে বিভিন্ন ফসলাদি, পশুপাখি ও মানবজীবন হুমকির সম্মুখীন। তখন বৃষ্টির আশায় বিশেষ নামাজ ও মোনাজাত আদায় করেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শত শত ধর্মপ্রাণ মুসল্লি।

মঙ্গলবার (৬ জুন) সকাল সোয়া ১১টায় আদমপুর এমএ ওহাব হাইস্কুল মাঠে বিভিন্ন গ্রাম থেকে পাঁচ শতাধিক মানুষ ইসতেকার নামাজে অংশগ্রহণ করেন।

নৈনারপার বাজার জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রহমানের ইমামতিতে নামাজ শেষে মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের কান্নার রোলে পরিবেশ ভারি হয়ে উঠে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
ওয়াহিদ ভিউ (পঞ্চম তলা), পূর্ব জিন্দাবাজার,
সিলেট-৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.