Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে ড্রেজিং মেশিন দিয়ে বালু তুলতে গিয়ে যুবকের মৃত্যু

গোয়াইনঘাট প্রতিনিধি |  ০৭ জুন, ২০২৩

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সারী নদীতে ড্রেজিং মেশিন দিয়ে বালু উত্তোলন করতে গিয়ে বালু চাপা পড়ে নূর মোহাম্মদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) দুপুরে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের বাংলাবাজার সংলগ্ন এলাকার সারী নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নূর মোহাম্মদ (১৯) উপজেলার বাউরভাগ হাওর এলাকার সোলেমান মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় নূর মোহাম্মদ মঙ্গলবার সকালে ড্রেজিং মেশিন দিয়ে বালু উত্তোলনের করতে নদীতে যায়। কাজ করার একপর্যায়ে পাইপে জ্যাম লেগে গেলে নদী থেকে বালু উঠানোর জন্য পানিতে ডুব দিয়ে মেশিনের পাইপ বাঁধতে গেলে, তখন ওপর থেকে বালু ধ্বসে চাপা পড়ে যায় নূর মোহাম্মদ।

সেখানে থাকা লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বালু চাপায় যুবকের মৃত্যুর সংবাদ পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
ওয়াহিদ ভিউ (পঞ্চম তলা), পূর্ব জিন্দাবাজার,
সিলেট-৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.