Sylhet Today 24 PRINT

সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় ১৫ দিনে নিহত ২৫

নিজস্ব প্রতিবেদক: |  ০৭ জুন, ২০২৩

সিলেট-ঢাকা মহাসড়ক যেন মরণফাঁদে পরিণত হয়েছে। গত ১৫ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।

পুলিশ, ফায়ার সার্ভিস, যাত্রী কল্যাণ সমিতি ও প্রত্যক্ষদর্শী সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

সূত্র বলছে, গত ১৫ দিনে এই সড়কে উল্লেখ্যযোগ দুর্ঘটনার মধ্যে ৪ জুন ভোরে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। সিলেট-ঢাকা মহাসড়কের শায়েস্তগঞ্জের সুদিয়াখলা এলাকায় এ সংঘর্ষে তিনজন নিহত হন। ৩ জুন মাধবপুর উপজেলার কাউসারনগর এলাকায় পিকআপভ্যানের চাপায় পথচারী, ২৬ মে মাজার জিয়ারতে যাওয়ার পথে বাহুবলের মৌচাক এলাকায় তিন নারী যাত্রী এবং একই দিন পৃথক দুর্ঘটনায় আরও দুজন নিহত হন। সর্বশেষ আজ ১৪ নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।

সিলেট-ঢাকা মহাসড়কের রশিদপুর এক সময় দুর্ঘটনার জন্য আলোচিত ছিল। রশিদপুরে তিনটি সড়ক মিলিত হয়েছে। এই মোড়ে সড়ক দুর্ঘটনা রোধে তিন উপজেলার বাসিন্দারা বিক্ষোভ মিছিল ও সমাবেশও করে। এ মহাসড়কে ২০১২ সালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত হন সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন শামীমসহ ৮ জন। ২০২১ সালে দুটি বাসের সংঘর্ষে ১১ যাত্রী নিহত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
ওয়াহিদ ভিউ (পঞ্চম তলা), পূর্ব জিন্দাবাজার,
সিলেট-৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.