Sylhet Today 24 PRINT

এবার অর্থনৈতিক অঞ্চল স্থাপনের দাবীতে চুনারুঘাটে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট |  ০৯ জানুয়ারী, ২০১৬

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগানের কাছে প্রস্তাবিত ইকোনমিক জোন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শনিবার (৯ জানুয়ারি) বেলা ১১টায় ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের চুনারুঘাট উপজেলার আমতলী এলাকায় দেওরগাছ আদর্শ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে চান্দপুরসহ আশপাশের অন্তত ১০টি গ্রামের শত শত মানুষ অংশ নেন।

স্থানীয় আওয়ামী লীগ নেতা মহরম আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বিএনপি নেতা মীর সিরাজ আলী ও শিক্ষক আরজু মিয়া মাস্টার প্রমুখ।

বক্তারা বলেন, এ এলাকায় ইকোনমিক জোন করা হলে পিছিয়ে পড়া এ উপজেলা আবারও জেগে উঠবে।

এদিকে চানপুর চা-বাগান এলাকার কৃষিজমিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন প্রচেষ্টার প্রতিবাদে আজ শনিবার মহাসমাবেশ করছে চা শ্রমিকরা। মহাসমাবেশ উপলক্ষ্যে হবিগঞ্জ জেলার সকল চা বাগানে ধর্মঘট ডাকা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) চুনারুঘাট উপজেলার পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের পাশে চান্দপুর চা বাগান এলাকায় ৫১১ একর জমিতে স্পেশাল ইকোনমিক জোন প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। ইতোমধ্যে বাংলাদেশ ভূমি মন্ত্রণালয় বেজার ওই জমি হস্তান্তর করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.