Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের সংঘর্ষ: পুলিশসহ আহত ৫

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০৯ জানুয়ারী, ২০১৬

সুনামগঞ্জ সরকারি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে পুলিশসহ ৫ জন আহত হয়েছে।

শনিবার বেলা ১টায় কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

আহতরা হলেন, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহমদ চৌধুরী (২৫), ছাত্রলীগ কর্মী ইয়াসিন(২২), মইনুল(২৩), মারুফ(২৪), সাহাজুল কাজী(২২), সৌরব আহমদ(২৪), সুনামগঞ্জ সদর থানার কনস্টেবল রাসেল আহমদ(৩০) ও হামিদ মিয়া(৩২)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সুনামগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পারে দুপুরে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ কর্মী সাহাজুল কাজীর সঙ্গে মইনুলের কথা কাটাকাটি হয়। পরে এর জের ধরে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে যায়। এতে উভয় পক্ষের ৫জন আহত হয়। সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের দুই কনস্টেবলও আহত হয়। পরে অতিরিক্ত পুলিশ ক্যাম্পারে গেলে পরিস্থিতি শান্ত হয়।

সদর থানারও ওসি হারুনুর রশিদ জানান, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে, বর্তমানে পরিস্থিতি শান্ত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.