Sylhet Today 24 PRINT

আম্বরখানায় সৌদী গমনেচ্ছুরা মাথা ফাটালেন সোনালী ব্যাংকের ডিজিএম’র

নিউজ ডেস্ক |  ১০ ফেব্রুয়ারী, ২০১৫

সিলেট নগরীর আম্বরখানায় সৌদী গমনেচ্ছুরা মাথা ফাটিয়েছেন সোনালী ব্যাংক সিলেট জোনাল শাখার উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) আইয়ূব আলীর। নিবন্ধন ফরম সংগ্রহ করতে আসা সৌদী গমনেচ্ছু লোকজনের বিশৃঙ্খলা থামাতে গিয়ে হামলার শিকার হন তিনি। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আম্বরখানাস্থ সোনালী ব্যাংকের জোনাল অফিসে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- সরকারীভাবে সৌদী আরবে যাওয়ার জন্য নিবন্ধন ফরম সংগ্রহকারীরা মঙ্গলবার সকাল থেকে আম্বরখানা সোনালী ব্যাংকে ভিড় করেন। একপর্যায়ে ফরম সংগ্রহকারীদের সংখ্যা হাজার ছাড়িয়ে যায়। দীর্ঘ লাইন ব্যাংক থেকে শুরু করে পার্শ্ববর্তী পাড়ার গলি পর্যন্ত বিস্তৃত হয়। 

সকাল সাড়ে ১১টার দিকে লাইন ভেঙে সৌদী গমনেচ্ছুরা ব্যাংকের ভেতর বিশৃঙ্খলা সৃষ্টি করেন। কার আগে কে ফরম সংগ্রহ করবেন এনিয়ে দেখা দেয় উত্তেজনা। বিশৃঙ্খলা থামাতে এগিয়ে আসেন ডিজিএম আইয়ূব আলী। 

এসময় কয়েকজন ফরম সংগ্রহকারী ডিজিএম’র উপর হামলা চালালে তার মাথা ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ডিজিএম আইয়ূব আলী জানান- বিশৃঙ্খলা থামাতে গেলে ফরম সংগ্রহকারীরা তার মাথায় আঘাত করলে তিনি আহত হন।  

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.