Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩, ইয়াবা উদ্ধার

নবীগঞ্জ প্রতিনিধি  |  ২১ নভেম্বর, ২০২৩

নবীগঞ্জ থানা পুলিশের সাড়াশি অভিযানে মাদকসহ বিভিন্ন মামলার ৩ জনকে গ্রপ্তোর করা হয়েছে। সোমবার গ্রেপ্তারকৃতদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

এর আগে ১৯ নভেম্বর রবিবার গভীর রাতে  বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পুলিশ।

এসময় ৮নং সদর ইউনিয়নের গুজাখাইর গ্রাম থেকে ৯২ পিস ইয়াবাসহ ওই গ্রামের আব্দুল করিমের পুত্র রিপন মিয়া (৩০) কে তার বসত ঘর থেকে আটক করা হয়। অপর অভিযানে ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামি স্বস্থিপুর গ্রামের মৃত হিরন মিয়ার পুত্র মোঃ সাহেব আলী ওরফে শায়েখকে গ্রেপ্তার করা হয় এবং অপর আরেকটি অভিযানে বিস্ফোরক মামলার আসামি গজনাইপুর গ্রামের আব্দুল মন্নানের পুত্র কাউছার আহমদ (৪৬) কে গ্রেপ্তার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.