Sylhet Today 24 PRINT

মাধবপুরে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মাধবপুর প্রতিনিধি |  ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

প্রতীকী ছবি

মাধবপুরে নির্মাণাধীন আকিজ গ্লাস ফ্যাক্টরির একটি দশতলা ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে আসাদ মিয়া নাম এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

আসাদ মিয়ার বাড়ি নীলফামারী জেলার ডোমার উপজেলার জালিয়াপাড়া গ্রামে। তার পিতার নাম সোলেমান মিয়া।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে কাজ করার সময় আসাদ মিয়া আকিজ গ্লাস ফ্যাক্টরির একটি দশ তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। সহকর্মীরা দ্রুত তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে সাথের লোকজনকে আসাদের ইসিজি করাতে পরামর্শ দেন। ইসিজি না করিয়েই দ্রুত আসাদকে নিয়ে সটকে পড়েন সাথের লোকজন। পরে আসাদ মারা যায়।

মাধবপুর থানার উপপরিদর্শক দ্বীন মোহাম্মদ ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.