Sylhet Today 24 PRINT

সিলেটে প্রাণহীন হরতাল

নিজস্ব প্রতিবেদক |  ১২ ফেব্রুয়ারী, ২০১৫

ছবিঃ সিলেট টুডে ২৪

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল সিলেটে নিরুত্তাপ পালিত হয়েছে। হরতালের সমর্থনে এখন পর্যন্ত নগরীতে স্থানীয় ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের কোনো মিছিল-পিকেটিং করতে দেখা যায়নি। পাড়া মহল্লার গলিপথে পৃথকভাবে দু’একটি মিছিল-পিকেটিং করেছে সিলেট ছাত্রদল।

হরতাল-অবরোধ থাকলেও নগরীতে হালকা যানবাহন চলাচল করেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নগরীর বিভিন্ন দোকান পাটও খুলতে থাকেন ব্যবসায়ীরা। তাই কোনো প্রভাব পড়েনি সিলেটের জনজীবনে। দূরপাল্লার বাস চলাচলও স্বাভাবিক ছিল বলে সিলেট টুডে ২৪ কে জানিয়েছেন সিলেট পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক। তিনি বলেন, হরতাল-অবরোধের কারণে বাস চলাচলে কোনো ধরনের প্রতিবন্ধকতার খবর পাওয়া যায়নি।

এদিকে সোমবার রাত থেকে বুধবার বিকেল ৫টা পর্যন্ত এসএমপি’র ৬ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১০ নেতাকর্মীকে আটক করেছে। এসএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ রহমত উল্লাহ এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, হরতালে নাশকতা ঠেকাতে নগরীতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল।

 

 

 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.