Sylhet Today 24 PRINT

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্রলীগকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে

সিলেট মহানগর ছাত্রলীগের মতবিনিময়

সিলেটটুডে ডেস্ক |  ০৮ মার্চ, ২০২৪

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ও ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করতে সিলেটে মতবিনিময় করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা।

শুক্রবার (৮ মার্চ) বিকেলে নগরীর দরগা গেইটে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ মিলনায়তনে সিলেট মহানগর ছাত্রলীগের সাথে তারা মতবিনিময় করেন।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্রলীগের কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ছাত্রলীগের সোনালী ইতিহাস অক্ষুণ্ণ রেখে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। একটি অপশক্তি নানাভাবে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তাদের বিষয়ে সজাগ থাকতে হবে।

মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈম আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি রাকিবুল হাসান রাকিব।

বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, উপ-তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ ওলিউর হোসেন রিহাম, উপ-ছাত্রবৃত্তি সম্পাদক আরাফাত হোসেন চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.