Sylhet Today 24 PRINT

সিলেটে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় শিশুসহ প্রাণ গেল ৩ জনের

নিজস্ব প্রতিবেদক |  ০৮ মার্চ, ২০২৪

ছবি: সংগৃহীত

সিলেট বিভাগের পৃথক ৩টি স্থানে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে।

নিহতরা হচ্ছে- পরশ (৬), রুশন মিয়া (৩০) ও আখলাক হোসেন (২২)।

শুক্রবার (৮ মার্চ) দুপুর ১টার দিকে সিলেট তামাবিল মহাসড়কে যাত্রীবাহী পিকনিকের বাস ও পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ বছরের এক শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ১০-১২ জন।

নিহত ওই শিশুর নাম পরশ (৬)। সে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার সালিহর থানার রাসেল মিয়ার পুত্র।

বিষয়টি নিশ্চিত করেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।

অন্যদিকে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সড়ক দুর্ঘটনায় রুশন মিয়ার (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রুশন উপজেলার নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামের মিলন মিয়ার ছেলে।

শুক্রবার (৮ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার ব্রিটিশ সড়কের টেবলাই মুতিব দোকান এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় তিনি মাথায় গুরুতর আঘাত পান। এতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন রুশন। তিনি তাহিরপুরের শিমুলবাগানে ভ্রমণে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন বলে স্থানীয়া জানিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান।

অপরদিকে সিলেটের কানাইঘাট উপজেলায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আখলাক হোসেন নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ৪ জন।

শুক্রবার (৮ মার্চ) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের চটিগ্রাম জামে মসজিদের গাজী বোরহান উদ্দিন সড়কে এ ঘটনা ঘটে।

আখলাক কানাইঘাট সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। সে কানাইঘাট সদর ইউনিয়নের বীরদল পুরানফৌদ গ্রামের স্কুল শিক্ষক বদরুল আলম উজ্জ্বলের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.