Sylhet Today 24 PRINT

খেলাধুলা যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সহায়তা করে: প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

ওসমানীনগর প্রতিনিধি |  ০৯ মার্চ, ২০২৪

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, খেলাধুলা যুবসমাজকে মাদকমুক্ত থাকতে সহায়তা করে।

শুক্রবার সন্ধ্যায় সিলেটের ওসমানীনগরের উছমানপুর ইউনিয়নের ঈদগাহ সংলগ্ন মাঠে দ্বিতীয় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এসব কথা বলেন।

উছমানপুর ইউনিয়নের চেয়ারম্যান ওয়ালী উল্যাহ বদরুলের সভাপতিত্বে ধারাভাষ্যকার জুয়েল আহমদ নুরের সঞ্চালনায় ফুটবল টুর্নামেন্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর (সার্কেল) আশরাফুজ্জামান আশিক, ওসমানীনগর থানার ওসি রাশেদুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আনা মিয়া, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সিনিয়র সহ-সভাপতি আবদাল মিয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগের জনসংযোগ সম্পাদক ও এনআরবি ব্যাংকের পরিচালক রবিন পাল, বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের সভাপতি আওয়ামী লীগ নেতা সৈয়ীদ আহমদ বহলুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউর রহমান আলা, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল।

খেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এম এ করিম, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা এম এ হান্নান, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক এমএফ আলী ফয়েজ, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগ নেতা সেবুল আহমদ, সাইস্তা মিয়া, মামুনুর রশিদ খলকু, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন, উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক খালিছ মিয়া, জাতীয় পার্টি নেতা মকবুল হোসেন।

ফাইনাল খেলায় নুনু ফুটবল একাডেমিকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফাইভ স্টার ফুটবল ক্লাব পাঁচপাড়া।

বিজয়ী দল ফাইভ স্টার ফুটবল ক্লাব পাঁচপাড়াকে প্রথম পুরস্কার নগদ এক লক্ষ টাকা ট্রফি ও রানারআপ দল নুনু ফুটবল একাডেমি তাজপুরকে নগদ ৫০ হাজার ও একটি ট্রফি নিজ দলনেতাদের হাতে তুলে দেন প্রধান অতিথি প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.