Sylhet Today 24 PRINT

মাধবপুরে মহাসড়কে সিএনজি অটোরিকশা পার্কিং না করার সিদ্ধান্ত

মাধবপুর প্রতিনিধি |  ১৩ মার্চ, ২০২৪

হবিগঞ্জের মাধবপুর উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৩ মার্চ) দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সাল।

সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মানিক, সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাত বিন কুতুব, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম খান, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, সড়ক ও জনপথের সহপ্রকৌশলী মো. সাইফুল ইসলাম, চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ সোহেল, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. এরশাদ আলী, সাংবাদিক সাব্বির হাসান, মালিক ও শ্রমিক সংগঠনে প্রতিনিধি গোলাপ খান, শামীম আহমেদ, আলম খান প্রমুখ।

সভার সিদ্ধান্তসমূহ হচ্ছে- মহাসড়কে কোন সিএনজি অটোরিকশা পার্কিং করা যাবে না। মাধবপুর ব্রাহ্মণবাড়িয়া লাইনের কোন বাস অযথা দাড়িয়ে থাকতে বা পার্কিং করে থাকতে পারবে না। পিডিএল কোম্পানির গাড়ি বা ট্রাক্টর যত্রতত্র রাখা যাবে না। ট্রাফিক পুলিশের চেকিং পয়েন্ট সুবিধাজনক স্থানে সরিয়ে দিতে হবে। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে যানজট নিরসনে ঐ জায়গা ব্যবহার করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.