Sylhet Today 24 PRINT

শিক্ষাবিদ মাস্টার আব্দুর রউফের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ১৬ মার্চ, ২০২৪

দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের নিজ-জালালপুর মোল্লাবাড়ির বাসিন্দা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ মো. আব্দুর রউফ (৯৫) মারা গেছেন।

শনিবার (১৬ মার্চ) বেলা আড়াইটার সময় নিজ বাড়িতে তিনি মারা যান।

মাস্টার রউফ দীর্ঘ দিন থেকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শনিবার রাত সাড়ে দশটায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে ৩ মেয়ে নাতী নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী ও ছাত্রছাত্রী রেখে গেছেন।

তিনি দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গরীবনেওয়াজ সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরমোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেছেন।

সবশেষ ১৯৯৭ সালে জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তিনি অবসরগ্রহণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.