Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে হাতুড়ির আঘাতে বৃদ্ধের মৃত্যু: প্রধান আসামি গ্রেপ্তার

বিয়ানীবাজার প্রতিনিধি |  ১৬ মার্চ, ২০২৪

বিয়ানীবাজারের ফয়জুর রহমান হত্যা মামলার প্রধান আসামি ফয়সল আহমদকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।।

শুক্রবার (১৫ মার্চ) ভোর পৌনে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কানাইঘাটের সড়কেরবাজার থেকে তাকে গ্রেপ্তার করে বিয়ানীবাজার থানা পুলিশ।

ফয়সল বিয়ানীবাজার উপজেলার শালেশ্বর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

গত ৯ মার্চ বিয়ানীবাজারে দু’পক্ষের সংঘর্ষে মারাত্মক আহত হয়েছিলেন ফয়জুর রহমান। এ ব্যাপারে ওই দিনই বিয়ানীবাজার থানায় একটি মামলা দায়ের করা হয় ( নং ০৭/০৯/০৩/২৪)।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ দেবদুলাল ধর জানান, ফয়জুর রহমান ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলে ওই মামলাটিই হত্যা মামলায় রূপান্তরিত হয়।

মামলার অপর দুই আসামিকে বৃহস্পতিবার গ্রেপ্তার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

ফয়সলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বিয়ানীবাজার থানার এসআই (নিরস্ত্র) শিমুল রায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.